শিরোনাম
ডেঙ্গু আতঙ্কে দেশ, স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ ভ্রমণে তোলপাড়
প্রকাশ : ৩১ জুলাই ২০১৯, ০৯:৫০
ডেঙ্গু আতঙ্কে দেশ, স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ ভ্রমণে তোলপাড়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পুরো দেশ যখন ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন। রোগীদের ভালো সেবা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদুল আজহার ছুটি বাতিল করা হলো। অথচ স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ ব্যক্তি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তখন দেশের বাইরে। তাও আবার ভ্রমণে। একে চরম অপেশাদার আচরণ বলে মন্তব্য করছেন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণির মানুষ।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সপরিবারে মালয়েশিয়ায় গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সাত দিন পর তার দেশে ফেরার কথা। যদিও মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তারা তা অস্বীকার করছেন।


তারা বলছেন, বন্যাদুর্গতদের সাহায্যার্থে নিজ নির্বাচনী এলাকা মানিকগঞ্জে অবস্থান করছেন জাহিদ মালেক। তবে জেলা প্রশাসক (ডিসি) এসএম ফেরদৌস জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জেলায় আছেন- এমন খবর তার জানা নেই।


এদিকে চরম দুর্যোগের সময় স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ ভ্রমণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বইছে নিন্দার ঝড়। তীব্র সমালোচনা করছেন সচেতন নাগরিকরা।



সিনিয়র সাংবাদিক নঈম নিজাম নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘স্বাস্হ্যমন্ত্রী সাহেব দেশে নেই। পরিবার নিয়ে তিনি এখন বিদেশ ভ্রমণে। শুভ কামনা!! আনন্দে কাটুক দিন। ডেঙ্গু ভাবনা, আর না আর না।’


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাদেকা হালিম লিখেছেন, ‘এমনটা লজ্জার! ডেঙ্গুতে আক্রান্ত মানুষ যখন মারা যাচ্ছেন এমন লোকদের যত্ন নেয়ার সময় মন্ত্রী এ কেমন দায়িত্ব নিলেন?’


জয়নাল আবেদিন জয় নামে একজন লিখেছেন, ‘স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করে মাননীয় এখন মালেয়শিয়ায়!’


মোস্তফা জামান স্বপন লিখেছেন, ‘আমি যতটুকু জানি কোনো মন্ত্রী প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারে না।’


তবে স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সালান এ কমেন্টেসের বিপরীতে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এই অনুমোদন অনেক আগে দিয়েছিলেন। মন্ত্রী মহোদয় সময়টা নিজে নির্ধারণ করেছেন। এর মাঝে দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীকে টেনে আনবেন না।’


মোস্তফা জামান স্বপন আবারো লিখেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা সবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়ে থাকব শেষ ভরসাস্থল বলে। যে মন্ত্রীর সবচেয়ে বেশি প্রয়োজন তার দায়িত্বে অবহেলার সময় আমরা কার কাছে দাবি করব?’


জায়েদা ইয়াসমিন নামে একজন লিখেছেন, ‘মেডিসিন আনতে গেছেন।’


এদিকে স্বাস্থ্যমন্ত্রীর বিষয়ে তার এপিএস ডা. আরিফের কাছে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাওয়া হলে বলেন, ‘স্যার আছেন, তিনি তো আছেন, সবকিছুর সঙ্গে কানেক্টেড আছেন। আমি নিজেও অফিসের বাইরে আছি, অসুস্থ। আপনি আমাদের পিএস সাহেবের সঙ্গে কথা বলেন প্লিজ।’


মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান বলেন, ‘মানিকগঞ্জে বন্যার্তদের ত্রাণ দেয়ার জন্য মন্ত্রী রবিবার থেকে তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে অবস্থান করছেন। মাঝখানে জরুরি কাজে অল্প সময়ের জন্য ঢাকায় এসেছিলেন, আবার চলে গেছেন। বুধবার (৩১ জুলাই) দুপুরের পর অফিস করবেন।’



গত ২৫ জুলাই ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন হলে ডেঙ্গুবিষয়ক এক সেমিনারে রোহিঙ্গা জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে এডিস মশার প্রজননক্ষমতার তুলনা করে হাস্যরসের জন্ম দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সামহাউ উই কুড নট ম্যানেজ কন্ট্রোল দ্য মসকুইটো পপুলেশন। যেভাবে রোহিঙ্গা পপুলেশন বাড়ে... আমাদের দেশে এসে। সেভাবে মসকিটু পপুলেশন বেড়ে যাচ্ছে।... প্রডাকশন যদি কম হতো, এডিস মশা কম হতো। মানুষ আক্রান্ত মশার কামড় কম খেত, ডেঙ্গু কম হতো।’



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com