শিরোনাম
চিকিৎসক ছাড়াই ডেঙ্গু চিকিৎসায় মাঠে ডিপ্লোমাধারী স্বাস্থ্যকর্মীরা
প্রকাশ : ১৬ জুলাই ২০১৯, ১৫:৪১
চিকিৎসক ছাড়াই ডেঙ্গু চিকিৎসায় মাঠে ডিপ্লোমাধারী স্বাস্থ্যকর্মীরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একদিন প্রশিক্ষণ নিয়েই রাজধানীতে ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে মাঠে দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরা|ডিপ্লোমাধারী এই কর্মীদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী।নগর প্রশাসনের ভূমিকায় কিছুতেই স্বস্তি মিলছে না তাদের।বিশেষজ্ঞরা বলছেন, সংস্থাটি আরো আন্তরিক হলেই এই প্রকল্পে যুক্ত করা যেত চিকিৎসকদের।


মধ্য জুলাইয়ে এসে রাজধানীতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়েছে যেদিন, ঠিক সেদিনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন উদ্যোগ। ০৯৬১১০০৯৯৯ এই নম্বরে কল করলেই বাড়ি চলে যাবে স্বাস্থ্যকর্মী, দেয়া হবে ফ্রি ওষুধ।


একে তো ডেঙ্গু প্রতিরোধ নিয়ে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নগরবাসী, তার উপর চিকিৎসক ছাড়াই চিকিৎসা সেবা।


ডেঙ্গুর প্রকোপ যখন মারাত্মক তখন এমন স্বাস্থ্যকর্মীদের হাতে কতটুকু নিরাপদ নগরবাসী।


বিশেষজ্ঞরা বলছেন, এমন সংবেদনশীল পরিস্থিতি মোকাবিলায় চাইলেই কাজে লাগানো যেত এমবিবিএস চিকিৎসকদের।অথবা আরো দক্ষ করে তাদের মাঠে নামানো উচিত ছিল।


ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ যায়েদ হোসেন বলেন, সিটি কর্পোরেশনের এ উদ্যোগকে স্বাগত জানাই।তবে এ কর্মীদের আরো দক্ষ করে মাঠে নামানো উচিত ছিল।


যদিও সিটি কর্পোরেশন বলছে, তাদের দেয়া হয়েছে ডেঙ্গু মোকাবিলায় একদিনের বিশেষ প্রশিক্ষণ।


ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শরীফ আহমদ বলেন, নিয়োগকৃত কর্মীরা রাষ্ট্রীয়ভাবে প্রশিক্ষণ পেয়েছে।তারা হয়তো পুরো ডেঙ্গুর চিকিৎসা করতে পারবে না। কিন্তু প্রাথমিক চিকিৎসা তারা দিতে পারবে।


জ্বর দেখা দিলেই পর্যাপ্ত তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com