
কুষ্টিয়ায় পৃথক স্থানে সাপের কামড়ে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ও দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের গবরগাড়া এলাকার মৃত নাহারুল ইসলামের ছেলে কালু হালসানা (৩৫)। আজ ভোর ৫টার দিকে বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়ানোর সময় গোখরা সাপ তাকে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপরদিকে জেলার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর এলাকায় রাসেল ভাইপার সাপের কামড়ে কামরুজ্জামান (৫০) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে নিজ কলা বাগানে পরিচর্যার কাজ করছিলেন কৃষক কামরুজ্জামান। এসময় বিষধর রাসেল ভাইপার সাপ তাকে কামড় দিলে কৃষক কামরুজ্জামান সাপটি মেরে বস্তায় ভরে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত কামরুজ্জামান উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর গ্রমের মৃত করিম প্রামানিকের ছেলে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম সাপের কামড়ে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
শরীফুল/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]