জাতির সার্বিক উন্নতি নির্ভর করে স্বাস্থ্যের সার্বিক উন্নয়নের উপর: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১৪:৪৭
জাতির সার্বিক উন্নতি নির্ভর করে স্বাস্থ্যের সার্বিক উন্নয়নের উপর: স্বাস্থ্যমন্ত্রী
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, একটি জাতির সার্বিক উন্নতি ও অগ্রগতি নির্ভর করে স্বাস্থ্যের সার্বিক উন্নয়নের উপর। বর্তমান সরকার স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা জোরদারে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে যার সুফল পাচ্ছেন সাধারণ মানুষ।


দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।


১৩ জুলাই, শনিবার সকালে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসলে প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ও জেলা পুলিশ সদস্যরা মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।


স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তৃণমূলের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে সরকার। আগামীর স্মার্ট বাংলাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো বলে আমরা আশাবাদী।


পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, এনসিডি কর্নার, লেবার ওয়ার্ড ও ওটি রুম পরিদর্শন করেন। এসময় স্বাস্থ্য মন্ত্রী এনসিডি কর্নারে চিকিৎসাসেবা গ্রহণ করেন।


এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সালাহউদ্দিন আহমেদ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এ,বি,এম, আবু হানিফ, সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. এটিএম ওবায়দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, মহিলা ভাইস চেয়ারম্যান পলি রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী খানসামা সদরে ২০২১ সালে উদ্বোধন হওয়া হাসপাতালে সেবা কার্যক্রমে বন্ধের বিষয়টি অবগত হয়ে এটি দ্রুত সময়ে চালুর আশ্বাস দেন।


বিবার্তা/জামান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com