২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২২
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ১৯:৪০
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন।


৩ জুন, সোমবার স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮ জন।


আর এসময়ে সারা দেশে মোট ২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এই নিয়ে চলতি বছরে মোট দুই হাজার ৭৭৯ জন ছাড়পত্র পেয়েছেন।


অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৩ জন। এরমধ্যে ১ হাজার ৭৬৭ জন পুরুষ এবং ১ হাজার ১৫৮ জন নারী। আর এ বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৬ জনের। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ১৯ জন মহিলা রয়েছেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com