ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ২০৬
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ১৫:৩৮
ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ২০৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৬ জন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৬ জন।


২১ অক্টোবর, শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।


ডেঙ্গুতে মৃত হলেন, হরশিত মন্ডল (৫৭)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী এলাকার মৃত হারান মন্ডলের ছেলে।


ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২০৬ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৯১ জন। জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৩৪ জন। এর মধ্যে ১৭ হাজার ৫৪৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।


ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি গত এক মাস ধরেই অবনতির দিকে। প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীদের মৃত্যু হচ্ছে। আমরা আমাদের সক্ষমতা মধ্যে থেকে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি।


বিবার্তা/রিয়াদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com