ভুল চিকিৎসায় মৃত্যু: নবজাতকসহ আঁখির ময়নাতদন্ত সম্পন্ন
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ২০:১৯
ভুল চিকিৎসায় মৃত্যু: নবজাতকসহ আঁখির ময়নাতদন্ত সম্পন্ন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গ্রীনরোডের সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রাণ হারানো মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতক সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।


১৯ জুন, সোমবার বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সহকারী সেকেন্দার আলী ফরেনসিক বিভাগের চিকিৎসকের বরাত দিয়ে জানান, ময়নাতদন্ত সম্পন্ন করে কয়েকজন চিকিৎসক, তাদের সাথে ছিলেন ফরেনসিক বিভাগীয় প্রধান ডা. মোখলেসুর রহমান। চিকিৎসকের বরাত তিনি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে আঁখির মৃত্যু হয়েছে। হার্ট ব্লাড ও কিডনি পরীক্ষার জন্য রাখা হয়েছে।


আঁখির ভাই সাখাওয়াত হোসেন শামীম বলেন, আমার বোন, ভাগ্নেকে যারা এভাবে হত্যা করেছে আমরা তাদের শাস্তি দাবি করি।


তিনি আরো বলেন, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাদের মরদেহ নিয়ে কুমিল্লার লাকসামে বাবার বাড়ি আলহাজ্ব আবুল হোসেন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


বিবার্তা/বুলবুল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com