‘চিকিৎসকদের দেশের বাইরে যেতে হবে না, কর্মক্ষেত্রেই প্র্যাকটিসের সুবিধা’
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ১৬:৪১
‘চিকিৎসকদের দেশের বাইরে যেতে হবে না, কর্মক্ষেত্রেই প্র্যাকটিসের সুবিধা’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারি চিকিৎসকগণ যে হাসপাতালে চাকরি করছেন, তারা ওই হাসপাতালেই প্র্যাকটিস করবেন। আগামী ১ মার্চ থেকে পাইলট কর্মসূচির মধ্য দিয়ে এ ইনস্টিটিউশনাল প্র্যাকটিস কার্যক্রম শুরু হবে।


২২ জানুয়ারি, রবিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের প্র্যাকটিস এখন থেকে নিজেদের কর্মস্থলে করতে পারবেন। ফলে তাদের আর দেশের বাইরে যেতে হবে না। মার্চ মাস থেকে এই প্র্যাকটিস শুরু হবে। আমরা কোনো ব্লক করব না। তবে কাজ করার জন্য তাগিদ দেব। একটা টাইম গাইডলাইন থাকবে। কোনো চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হবে না। নিজ কর্মস্থলে কাজ করার পরও যদি সময় থাকে, তাহলে তারা করতে পারবেন।


সরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনারা নিজ কর্মস্থলেই প্র্যাকটিস করতে হবে। নিজেরা হাসপাতালে উপস্থিত থাকবেন, যন্ত্রপাতি সচল রাখবেন, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন, রোগীদের উন্নত সেবা দেওয়ার চেষ্টা করবেন। এ লক্ষ্যে আগামী ১ মার্চ থেকে ৫০টি উপজেলায় পাইলট প্রকল্প শুরু করা হবে।


বিবার্তা/রিয়াদ/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com