দেশের স্বাস্থ্যসেবা বিশ্বে প্রশংসিত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
দেশের স্বাস্থ্যসেবা বিশ্বে প্রশংসিত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের টিকা কর্মসূচি বিশ্বে প্রশংসিত হয়েছে। ভিটামিন এ ক্যাপসুল সফলতা পেয়েছে। এর মাধ্যমে দেশে অনেক রোগ-বালাই কমে আসছে।


২০ জানুয়ারি, শুক্রবার সকালে বরিশাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভোলা জেনারেল হাসপাতালের নব নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, আমাদের সংক্রমণ রোগবালাই কমে গেছে। দেশে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। শিশু ও মাতৃ মৃত্যুহার কমাতে সক্ষম হয়েছি আমরা। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা কমেছে।


তিনি বলেন, ২৫০ শয্যার হাসপাতাল পর্যায়ক্রমে প্রত্যেক জেলায় স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। ইতোমধ্যে অর্ধেকেরও বেশি হয়ে গেছে। আমাদের উপজেলাগুলোতে ৫০ শয্যা রয়েছে। কিছু কিছুতে ১০০ বেড রয়েছে। আগামীতে ১৯৯ বেডের কার্যক্রম চলমান থাকবে।


এসময় ভোলা সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. লোকমান হাকিম ও অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শাহিন/রিয়াদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com