শিরোনাম
ওরাল হেলথ ফাউন্ডেশনের সভাপতি আসগর, সম্পাদক আশীষ ও ট্রেজারার হেলাল
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৯, ২০:৪৩
ওরাল হেলথ ফাউন্ডেশনের সভাপতি আসগর, সম্পাদক আশীষ ও ট্রেজারার হেলাল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওরাল হেল্থ ফাউন্ডেশন বাংলাদেশের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর গ্রীন লাউঞ্জ, রুপায়ন ট্রেড সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।


ওরাল হেল্থ ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন প্রফেসর আলী আসগর মোড়ল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রফেসর আশীষ কুমার বনিক এবং ট্রেজারার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন শরীয়তপুরের কৃতি সন্তান ডেন্টাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা) ডা. মো. হেলাল উদ্দিন।


এর আগে গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার গাজীপুরের রাজেন্দ্রপুর ব্র্যাক সিডিএম মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো “বাংলাদেশ ওরাল হেলথ ফাউন্ডেশন” কর্তৃক আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও সায়েন্টিফিক সেমিনার’ ২০১৯।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব প্রফেসর ডা. এম এ আজিজ এবং উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আজম খান।



অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাবেক সভাপতি, বিএসএমএমইউ'র সাবেক ট্রেজারার, ডেন্টাল ফ্যাকাল্টির সাবেক ডীন ও ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর আলী আসগর মোড়ল, আরো উপস্থিত ছিলেন বিএসএমএমইউ'র ডেন্টাল অনুষদের ডীন ও ফাউন্ডেশনের সদ্য সাবেক মহাসচিব প্রফেসর গাজী শামীম হাসান।


আরো উপস্থিত ছিলেন ডেন্টাল সোসাইটিরসহ সভাপতি ডা. মোস্তাক হাসান সাত্তার পিনু, ঢাকা ডেন্টাল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম বেপারী, ঢাকা ডেন্টাল কলেজের উপ-অধ্যক্ষ ডা. মোশাররফ হোসেন খন্দকার মূসা, ডা. প্রদীপ কুমার দেবনাথ প্রমুখ ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে বাংলাদেশে ডেন্টিস্ট্রিকে বিশ্বমানের গড়ে তোলার প্রত্যয়ে এবং ডেন্টাল সার্জনদের অধিকার রক্ষার প্রয়াসে নতুন কমিটি নির্বাচিত করা হয়।



নব নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন প্রফেসর আলী আসগর মোড়ল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রফেসর আশীষ কুমার বনিক এবং ট্রেজারার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ডেন্টাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা) ডা. মো. হেলাল উদ্দিন।


সভায় ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ১ম পর্বে র‌্যালি, বৈজ্ঞানিক সেমিনার এবং মধ্যাহ্ন ভোজের বিরতির পরে ২য় পর্বে এ জি এম, সম্মেলন, মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্প কলা একাডেমির পেশাদার এক্রোবেটদের অংশগ্রহণে চৌকস এক্রোবেট প্রদর্শন করা হয়।


বিবার্তা/বিজ্ঞপ্তি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com