শিরোনাম
আরো বেশি সামনে আসুক এমন নজির
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৮, ১৬:২০
আরো বেশি সামনে আসুক এমন নজির
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাম পাশের ছবিতে আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের সুমিআপা। বাড়ি মাদারীপুর। পেশায় রিকশাচালক। ৭ বছর ধরে তিনি এ পেশায় আছেন।


কৌতূহলবশত জিজ্ঞেস করলাম-রিকশা চালাবার সময় ট্রাফিক পুলিশ বা আশপাশের মানুষজন বিরক্ত করে না? কোনো সময় আটকায়নি রিকশা?


উত্তর এলো-কাগজপাতি ঠিক আছে। ঠিকঠাক চালাই। কেউ কিছু কয় না। বিরক্ত করলে তো দেখতেনই।


পাশ দিয়ে আরেকটা রিকশা গেলো। রিকশাচালক শারীরিক প্রতিবন্ধী। সুমিআপা হাঁক দিলেন-ওই তুই শাহবাগ যা, আমি আইতাছি!


নেমে যাবার সময় ভাড়াটা অল্প বাড়িয়ে দিতেই দেখলাম মুখে অমূল্য হাসি।


পরের ছবির মানুষটি আমাদের কামরুন্নাহার আপা। পেশায়-রাজমিস্ত্রী। উনার বাড়ি শরীয়তপুরে। ইউল্যাবে বিল্ডিং মেরামতের কাজ করছেন পুরুষ সহকর্মীদের সাথে। কোনো কাজেই পিছিয়ে নেই তিনিও। বললাম-আপনার কাজ করার সময়ের একটা ছবি নিতে চাই।


খুশি হয়ে বললেন-জী অবশ্যই!


সকাল সকাল এমন বাংলাদেশের দৃশ্য দেখতে কার না ভালো লাগে! কি বলবো ব্যাপারগুলোকে? ‘নারীর ক্ষমতায়ন’?


এমন নজির তবে আরো সামনে আসুক সেই কামনাই করি।


শাহজীদা নাজনীন সুরভীর ফেসবুক থেকে


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com