শিরোনাম
শবনম ও তার স্রষ্টা
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২১
শবনম ও তার স্রষ্টা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আমি যখন কলেজের প্রথম বর্ষে পড়ি, তখনই মেজ ফুপু আর সেজো ফুপুর প্রিয় লেখক সৈয়দ মুজতবা আলীর সাথে পরিচয়। প্রথম পড়ি ''দেশে বিদেশে'', তারপর “শবনম” । সেই পড়া থেকে প্রেমে পড়া আলী সাহেবের, সেই কিশোরীবেলার মুগ্ধতা আজও কাটেনি। পড়েছি শহর ইয়ার, তুলনাহীনা, চাচা কাহিনী, টুনিমেম, পঞ্চতন্ত্র।


গত বছর নিজের জন্মদিনে আলী সাহেবের রচনাবলী উপহার দিলাম নিজেকে, যদিও সব পড়া হয়নি, আস্তে আস্তে পড়ছি। সংগ্রহ করছি আলী সাহবের লেখা সব ক'টা বই। কিন্তু শবনম নিয়ে আমার আলাদা একটা আবেগ কাজ করে, যদি পরজন্মে বিশ্বাস করতাম তাহলে সেই জন্মেও এমনকি হাজারো জন্মেও “শবনম” হতে চাইতাম :) ।


আমি শবনমকে একই সাথে ঈর্ষা করি আবার ভালোও বাসি, ভীষণভাবে :) ।


শবনম সবার জন্য না। যে ভালবাসতে জানে না, সে শবনম পড়ে মজা পাবে না। আবার একই সাথে শবনম কাউকে কাউকে ভালবাসতেও শেখাবে :)


শবনম বললে, "তুমি শুধু এইটুকু বিশ্বাস কর, তোমাকে দেখবার জন্য আমার যে ব্যাকুলতা, তুমি কখনো সেটা ছাড়িয়ে যেতে পারবে না।"


লেখক - "আমি বিশ্বাস করি না"।


শবনম - "দয়া করে কর। শান্তি পাবার ওই একমাত্র পথ। না হলে পাগলের মত ছুটোছুটি করবে। আর দেখ, তুমি যদি আমার কথা বিশ্বাস কর, তবে যদি কখনো আমার শক্তিক্ষয় হয়, তবে তখন আমি বিশ্বাস করব যে আমাকে পাবার জন্য তোমার যে ব্যাকুলতা সেটা আমি ছাড়িয়ে যেতে পারব না। তখন আমি পাব শান্ত।''


দোরের কাছে এসে শবনম শেষ কথা বললে, "আমার বিরহে তুমি অভ্যস্ততা হয়ে যেয়ো না...ওইটুকুতেই আমার চলবে।"


রিসেন্টলি আবার পড়লাম - ফোন-নেট বন্ধ করে ছুটির দিনে, সারাটা দিন; উপাসনার মতো। তার পর অনেকদিন আমি আর কোনো বই পড়তে পারিনি, কী যে ভীষণভাবে কেঁদেছি!


আজও শবনমের কথা মনে হলে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে।


আহমদ ছফা, মানিক, জীবনানন্দ, শহিদুল্লাহ কায়সার, বনফুল , মাহমুদুল হক, এরাও আমার অনেক প্রিয়, কিন্তু আলী সাহেব সামথিং এলস ;)


পুনশ্চঃ (শবনম পড়তে হয় একা, নিরিবিলি )


শুভ জন্মদিন প্রিয় লেখক সৈয়দ মুজতবা আলী, অনেক অনেক ভালোবাসি আপনাকে। ওপারে অনেক অনেক ভালো থাকুন।


মুক্তারা বেগম নদী-র ফেসবুক থেকে


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com