শিরোনাম
খেলাধুলাটা আসলে আনন্দের মাঝেই সীমাবদ্ধ থাকা ভালো
প্রকাশ : ২৮ জুন ২০১৮, ১৯:১২
খেলাধুলাটা আসলে আনন্দের মাঝেই সীমাবদ্ধ থাকা ভালো
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ কোরিয়া জার্মানিকে হারিয়ে দেয়ার পর মজার সব ঘটনা ঘটে যাচ্ছে!


মেক্সিকানরা সুইডেনের কাছে বিশাল ব্যবধানে হেরে যাবার পরও রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেছে। সব চাইতে মজার ব্যাপার হচ্ছে ওরা উল্লাস করার সময় নিজেদের দেশের নাম বাদ দিয়ে "কোরিয়া-কোরিয়া" বলে বেড়াচ্ছে!


একদল দর্শক তো মেক্সিকোতে দক্ষিণ কোরিয়ার দূতাবাসের সামনে মিছিল করেছে এই বলে- "মেক্সিকো-কোরিয়া" ভাই ভাই! এই দৃশ্য দেখে কোরিয়ান রাষ্ট্রদূত বের হয়ে এলে, মেক্সিকানরা সবাই মিলে তাঁকে আকাশে তুলে নেচেছে!


মেক্সিকোর এক পানশালায় ২২ বছরের এক মেয়ে "কোরিয়া-কোরিয়া" বলে উল্লাস করার সময় এক টেলিভিশন সাংবাদিক ওই মেয়েকে জিজ্ঞেস করেছে, কোরিয়া কোথায় তুমি কী জানো?


মেয়েটি বলেছে, কোরিয়া কোথায় আমি জানি না! তবে কোরিয়ানরা খুব ভালো! ওরা আমাদের বন্ধু!


এইদিকে এক দল মেক্সিকান, কোরিয়ার গোলকিপারের উইকিপিডিয়া প্রফাইলের ইনফরমেশনের জায়গায় যুক্ত করে দিয়েছে - কোরিয়ান গোলকিপার, যে কিনা ২০১৮ বিশ্বকাপে মেক্সিকোকে বাঁচিয়ে দিয়েছে! সে একজন সুপারম্যান! তাকে মেক্সিকান নাগরিকত্ব দেয়া হোক! তবে পরে এই ইনফরমেশন সরিয়ে নেয়া হয়েছে!


এদিকে এক কোরিয়ান খেলা দেখে স্টেডিয়াম থেকে বের হয়ে আসার পর একদল মেক্সিকান তাকে শূন্য তুলে ধরে- "কোরিয়া, কোরিয়া" বলে উল্লাস করতে থাকলে, এক জার্মান সাংবাদিক ওই কোরিয়ানকে জিজ্ঞেস করেছে, তোমরা কোরিয়ানরা এতো উল্লাস করছ কেন? তোমরা তো বিশ্বকাপ থেকে বাদ পড়ে গিয়েছ!


ওই কোরিয়ান উত্তরে বলেছে, বাদ পড়েছি তো কি হয়েছে! কোটি কোটি মেক্সিকানদের বন্ধু হিসেবে তো পেয়েছি!


এই সবই হচ্ছে বিশ্বকাপ ফুটবলের মজা।


চার বছর পর পর ফিরে এসে জানান দেয়, ছোট-বড় সকলের জন্য নিয়ে এসছি আনন্দের সমাহার।


খেলাধুলাটা আসলে আনন্দ বা ফানের মাঝেই সীমাবদ্ধ থাকা ভালো। জিতে গেল আনন্দ করবো, হেরে গেলে খারাপ লাগবে অল্প সময়ের জন্য! ব্যাস, এরপর সব কিছু আবার আগের মতো স্বাভাবিক!


আমিনুল ইসলামের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com