শিরোনাম
‌'ছাত্রলীগের কাজ হচ্ছে শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকা'
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২০, ০৮:৪৫
‌'ছাত্রলীগের কাজ হচ্ছে শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকা'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কদমতলী থানা ছাত্রলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেছেন, ছাত্রলীগের কাজ হচ্ছে শিক্ষার্থীদের নিয়ে কাজ করা এবং প্রয়োজনে তাদের পাশে থাকা।


শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।


‌বিবার্তা ২৪ ডট নেট'র পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:-


আমি কদমতলী থানা ছাত্রলীগের আহ্বায়ক হওয়ার পর থেকেই আমার শুভাকাঙ্ক্ষীরা আমার সাথে ফুল, মিষ্টি এবং বিভিন্ন প্রকার উপহার নিয়ে শুভেচ্ছা জানাতে আসতেছেন, এতে আমি খুবই বিব্রত বোধ করতেছি.... কিন্তু সরাসরি কিছু বলতে পারতেছি না। আমাকে খুশী করার জন্য সত্যিই যদি কিছু নিয়ে আসতে চান তাহলে কিছু বই, খাতা, কলম এবং শিক্ষা উপকরণ নিয়ে আসুন।


‌'আমার কদমতলী থানা এলাকায় মধ্যবিত্ত এবং নিন্মমধ্য বিত্ত শ্রেনীর পরিবারই বেশি। এখানে অনেক সুবিধাবঞ্চিত ছাত্র/ছাত্রী রয়েছে। আমি এসব শিক্ষা উপকরণ সামগ্রীগুলো নিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই... আমি চাই তাহারা যেন ছাত্রলীগ কর্মিদের দ্বারা উপকৃত হয়।'


''ছাত্রলীগের কাজ হচ্ছে ছাত্র/ছাত্রী নিয়ে কাজ করা এবং প্রয়োজনে তাদের পাশে থাকা। আমি দায়িত্বে থাকা অবস্থায় এই কাজটাই খুব ভালোভাবে করে যেতে চাই। কেউ মনে কষ্ট পেয়ে থাকলে এই অধম ক্ষুদ্র ছাত্রলীগ কর্মীকে নিজ গুনে ক্ষমা করে দিবেন। কথা একদম ক্লিয়ার, আমার কাছে ফুল মিষ্টি নিয়ে আসা যাবে না।''


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com