শিরোনাম
একটা রুচিহীন বিষাক্ত সমাজে আমরা বাস করছি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২০, ১৫:৪১
একটা রুচিহীন বিষাক্ত সমাজে আমরা বাস করছি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

একটা রুচিহীন লোভের বিষে বিষাক্ত সমাজে আমরা বাস করছি। ব্যক্তিত্ব মূল্যবোধ নির্বাসনে দিয়ে আদর্শহীন পথে অস্হির অশান্ত সমাজ তৈরি করেছি। যেনতেন উপায়ে ঘুষ দুর্নীতি তদবিরবাজি, কমিশন বাণিজ্যের পথ নিয়েছি রাতারাতি অঢেল অর্থ-সম্পদের মালিক হতে। সৎ মানুষরা সমাজে বোকা বিদ্রুপ উপহাসের পাত্র। আদর্শিকদের গৃহসন্যাসী বানিয়ে রাখা হয়েছে। অনাচার ব্যভিচার সংস্কৃতিতে সমাজ আজ বিকৃতদের হাতে।


সকল খাতে নেতৃত্বের গভীর সংকট। প্রতিবাদী চরিত্রের জায়গায় কাপুরুষরা নিয়েছে ঠাই। সিভিল সোসাাইটি বড় বেশী দুর্বল। মানুষের সম্পদ লুটের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি অবৈধ অর্থ-সম্পদ তৈরি করার বিরুদ্ধে আজ জাগ্রত হবার, গণজাগরণের সময় এসেছে। সমাজের মানুষের মনে চিন্তায় লাজশরমহীন দুর্নীতির বেপরোয়া ঔদ্ধত্য দেখা দেয় সেখানে সরকারের লাগামটানা কঠিন হয়ে দাঁড়ায়। জনগণকেও আদর্শিক সমাজ রাজনীতি বিনির্মাণে আসতে হবে। রাজনীতির হিসেব কষলে হবে না।


পীর হাবিবুর রহমানের ফেসবুক থেকে...


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com