শিরোনাম
‌‘একটুখানি ভুলে দরিদ্র লোকটির বড় কোন ক্ষতি হয়ে যেতে পারতো'
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২০, ২১:১৯
‌‘একটুখানি ভুলে দরিদ্র লোকটির বড় কোন ক্ষতি হয়ে যেতে পারতো'
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ছোটবেলায় কালীপূজার সময় সন্ধ্যায় বাড়ি থে‌কে বাইরে বের হতে মুরব্বিরা নিষেধ করতেন। বড়বেলায় ও সেটা মেনে চলার চেষ্টা করেছি। আজ কালীপূজা। সন্ধ্যার পরে হঠাৎ কলিং বেল বেজে উঠল। নিজেই দরজা খুললাম। দেখি অপরিচিত একজন লোক আতংকিত মুখে দাঁড়িয়ে আছে।


তিনি যা বললেন তাতে বুঝলাম উনারা সংসদ ভবন এলাকায় গাছের ঝুলে থাকা অপ্র‌য়োজনীয় ডালপালা কাটছিলেন। এমন সময় একটা বড় ডাল ভেঙ্গে তাদের দলের একজনের মাথায় পড়ে আহত হয়েছেন। ঠান্ডা পানি বা বরফের খোঁজে আমাদের বাসায় এসেছেন। শীতের আমেজ আসায় ফ্রিজে কোন ঠান্ডা পানি বা বরফ খুঁজে পেলাম না। তাই ডিপফ্রিজ থেকে লিকুইড দুধের প্যাকেট বের করে উনাকে দিলাম।


দরজায় দাঁড়িয়ে দেখলাম আহত লোকটার অবস্থান খুব বেশি দূরে নয়। তার পাশে কয়েকজন শ্রমিক ছাড়া আর কেউ নেই। একটুখানি ভুলে অথবা অবহেলায় দরিদ্র লোকটির এবং তার পরিবারের বড় কোন ক্ষতি হয়ে যেতে পারে এই আশঙ্কায় নিজেই গেলাম সেখানে। একজন শ্রমিকের সহায়তায় মাথায় ঘাড়ে বরফ দিয়ে ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে উনাকে হাসপাতালে পাঠিয়ে দিলাম।


(আরিফা জেসমিন কনিকা’র ফেসবুক থেকে)


বিবার্তা আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com