শিরোনাম
`আনিসুল হকরা বারবার আসেন না'
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২০, ১৪:২৪
`আনিসুল হকরা বারবার আসেন না'
পীর হাবিবুর রহমান
প্রিন্ট অ-অ+

আনিসুল হকরা বারবার আসেন না। ঐশ্বরিক ক্ষমতা নিয়ে এসে জগৎ আলোকিত করেন। তার সকল পরিচয় গৌণ করে বলতে চাই তার স্বপ্ন ছিলো। অমিত সাহস ছিলো। লড়াকু চরিত্র ছিলো। যে সামান্য সময়ে অনেকটাই বদলে দিলেন!


আমাদের জিজ্ঞাসা, উত্তরসুরীরা কতটা ধরে রেখেছেন, কতটা তার পথে দাবড়িয়ে বেড়িয়েছেন। সীমাবদ্ধতার মধ্যেও কাজ করতে চাইলে কেউ বাধা দেয় না।


ভুবনজয়ী আনিসুল হকের আজ অকালে চলে যাবার দিন। কত গভীর সম্পর্ক, কত আড্ডা কত স্মৃতি। কর্মে অমরত্ব পাওয়া আনিস ভাই যেখানে থাকুন ভালো থাকুন।


লেখক; নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com