শিরোনাম
গারো পাহাড়ের পাদদেশ থেকে বিশ্বসভায়
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২০, ১৩:৫০
গারো পাহাড়ের পাদদেশ থেকে বিশ্বসভায়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মনজুরুল আহসান বুলবুল। আমাদের বুলবুল ভাই। ২০০৪ সালে যুগান্তর ছেড়ে সংবাদে যোগ দেয়ার সময় বুলবুল ভাই’র সাথে আমার প্রথম দেখা। কাজের ক্ষেত্রে বুলবুল ভাই’র বহুমাত্রিক চিন্তা, হেডলাইনের ম্যাজিক, পেইজ মেকআপ এর প্রথাগত ফরমেট ভেঙ্গে ফেলা আমাকে ধীরে ধীরে আকৃষ্ট করতে থাকে। ভুলগুলো যুক্তিসঙ্গতভাবে ধরিয়ে দিতেন বুলবুল ভাই।


সংবাদের পরে আমি ‘চ্যানেল আই’ এ যোগ দেই। পরবর্তীতে বৈশাখী টেলিভিশন আবার একসঙ্গে কাজের ক্ষেত্র। এরপর একুশে টেলিভিশন।


স্নেহ করার ক্ষেত্রে বুলবুল ভাই যেমন অতুলনীয়, আবার ভুল করলে একচুল ছাড় দিতে নারাজ। কাজের মান বজায় রাখার ক্ষেত্রে তিনি ছেড়ে কথা বলেন না। তার এই দিকটি আমি অনুসরণ নয়, অনুকরণ করি। ধারণ করি হৃদয়ে।


শেরপুরের নালিতাবাড়ীতে পাহাড়ের পাদদেশে জন্ম বুলবুল ভাইয়ের। জামালপুর- ময়মনসিংহ শহরে বেড়ে উঠা। পরবর্তীতে রাজধানী শহরে ক্রমেই দুরন্ত গতিতে ছুটে চলেছে তার ‘বিজয়রথ’।


দেশের সীমানা ছাড়িয়ে বুলবুল ভাই নেতৃত্ব দিয়েছেন সাংবাদিকদের অন্যতম বৈশ্বিক সংগঠন- ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউট (আইপিআই) এর। মেধা আর কর্মদক্ষতার অপূর্ব সমন্বয়ে তিনি বারবার হয়ে উঠেছেন ‘নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী’।


একসাথে চলার ক্ষেত্রে কখনো কখনো জন্ম নিয়েছে ‘অভিমান’। কিন্তু, তার প্রজ্ঞার কাছে হার মানতে হয়েছে বারেবারে।


শুভ জন্মদিন বুলবুল ভাই। সাংবাদিকতায় আপনার প্রয়োজন ফুরোবার নয়।


সাংবাদিক শেখ জাহিদের ফেসবুক থেকে...


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com