
সাত দিন ঈদের ছুটির পর দেশের একমাত্র চতুর্দেশীয় (বাংলাদেশ, নেপাল, ভারত ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
২২ জুন, শনিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার।
বন্দরের কার্যক্রম চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন।
কুদরত ই খুদা মিলন জানান, গত ১৫ জুন শনিবার থেকে ২১ জুন পর্যন্ত মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষ্যে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালের মধ্যে সকল আমদানি-রফতানি কার্যক্রম ৭ দিন বন্ধ রাখা হয়েছিল। আজ শনিবার (২২ জুন) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) অমৃত অধিকারী ঢাকা মেইলকে জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ৭ দিন বন্ধের পর আমদানি-রফতানি চালু থাকলেও এই চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]