রমজানে পুঁজিবাজারে লেনদেন চলবে সাড়ে ৪ ঘন্টা
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ১১:২৫
রমজানে পুঁজিবাজারে লেনদেন চলবে সাড়ে ৪ ঘন্টা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রমজান মাস উপলক্ষ্যে দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।


সোমবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।


এতে বলা হয়, রমজানে ডিএসই ও সিএসইতে সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। আর পোস্ট ক্লোজিং সেশন খোলা থাকবে ১টা ৩০ থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত।


তবে রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অফিস আগের নিয়মে চলবে।
উল্লেখ্য, স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।
এর আগে রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com