উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ২১:৪৯
উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।


বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে এ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট সম্পন্ন ৩য় ইউনিট থেকে ১৫০-১৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।


বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো আবু বক্কর সিদ্দিক বলেন, সন্ধ্যার পর থেকে ৩য় ইউনিট উৎপাদনে ফিরেছে।


যান্ত্রিক ত্রুটির কারণে ২১ জুলাই ইউনিটটি বন্ধ হয়ে যায়। কেন্দ্রের ৩য় ইউনিট চালু হওয়ার ফলে এ অঞ্চলে লোড শেডিংয়ের মাত্রা অনেকটা কমে আসবে। যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ২১ জুলাই ভোরে তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩নং ইউনিট ও বেলা ১টার দিকে কেন্দ্রের ১নং ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে দিন ২২ জুলাই রাত পৌনে ১২টার দিকে ১২৫ মেগাওয়াট ১নং ইউনিটটি চালু হয়।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com