বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ২ দিন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১৩:৪৩
বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ২ দিন
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের সব প্রকার আমদানি-রফতানি কার্যক্রম দুদিন বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল।


শুক্রবার (৫ জানুয়ারি) সকালে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল এ তথ্য নিশ্চিত করেন।


জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি বুড়িমারী স্থলবন্দর এবং অপরদিকে ভারতীয় চ্যাংরাবান্ধার ব্যবসায়ীরাও আমদানি-রফাতনি বন্ধ রাখবেন। বাংলাদেশের বুড়িমারী স্থল বন্দর ও ভারতের চ্যাংরাবান্ধা এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এরই মধ্যে উভয় দেশের স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে। আগামী সোমবার (৮ জানুয়ারি) বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফাতনিসহ সব ব্যবসায়ী কার্যক্রম চালু থাকবে।


বুড়িমারী স্থলবন্দরের পুলিশ ইমিগ্রেশন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুর হাসান কবির বলেন, ‘স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে জেনেছি। উভয় দেশের পুলিশ ইমিগ্রেশন খোলা থাকবে ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।’
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন বলেন, ‘জাতীয় নির্বাচন উপলক্ষ্যে উভয় স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রফতানিসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে চিঠি দিয়ে জানিয়েছে।’
বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com