সূচকের নামমাত্র উত্থান, লেনদেনের পতন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১৫:৪৬
সূচকের নামমাত্র উত্থান, লেনদেনের পতন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ অক্টোবর) মূল্য সূচকের নামমাত্র বৃদ্ধিতে লেনদেন শেষ হয়েছে। তাতে লেনদেন শেষে ডিএসই’র সব সূচকে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। তবে এদিন সূচক বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। তবে আজ ডিএসইতে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও লেনদেন কমেছে।


ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আজ ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৭৯ পয়েন্ট বেড়েছে। তাতে লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৭৮ পয়েন্টে।


এছাড়া প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১৩৬২ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ২১৩৯ পয়েন্টে অবস্থান করছে।


বুধবার ডিএসইতে মোট ৫১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৭২ কোটি ২১ লাখ টাকা।


আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টি কোম্পানির শেয়ার।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com