মোংলা বন্দরে ১৭০৩ জাপানি গাড়ি, বাড়বে রাজস্ব
প্রকাশ : ০৫ মে ২০২৩, ২০:২৮
মোংলা বন্দরে ১৭০৩ জাপানি গাড়ি, বাড়বে রাজস্ব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডলার সঙ্কট কাটিয়ে মোংলা বন্দরে এক হাজার ৭০৩টি রিকন্ডিশন জাপানী গাড়ি এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (৪ মে) সকালে বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে এমভি মালায়েশিয়া" নামক জাহাজ। এ দিন রাত থেকে গাড়ি খালাস শুরু হয়। আর এতে করে রাজস্বও বাড়বে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। 
 
জাহাজটিতে রয়েছে এক্সিও, প্রিমিও, অ্যালিয়ন, অ্যাকুয়া, প্রাডো ও মিনিবাসসহ একাধিক ব্রান্ডের গাড়ি। এগুলো জাপান থেকে সিঙ্গাপুর হয়ে মোংলা বন্দরে এসেছে। এর আগে, এই চালানের ৫৫৯টি গাড়ি খালাস করা হয়েছিল।


এমভি মালয়েশিয়া স্টার জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, অর্থনৈতিক সংকটের কারণে গত বছরের আগস্ট থেকে বিলাসবহুল পণ্য আমদানি বন্ধ ছিল। এখন সেই সংকট না থাকায় গাড়ি আমদানি হচ্ছে। চলতি মাসের ১৯ ও ২১ মে আরও দুই বিদেশি জাহাজ গাড়ি নিয়ে আসবে। 


বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়শনের সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ডলার সংকট ছিল। জানুয়ারি মাসের পর ডলার ছাড় হয়েছে। তাই আমরাএখন গাড়ি আমদানি করছি।


মোংলা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার মাহফুজ আহমেদ বলেন, গাড়ি আমদানি কমায় এক বছরে মোংলা কাস্টমসের ৪০০ কোটি টাকার রাজস্ব আদায় কমেছে। এ বছর গাড়ি আমদানি বাড়ায় রাজস্ব বাড়বে।


বিবার্তা/বিদ্যুৎ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com