শিরোনাম
সোনার নতুন দাম কার্যকর আজ থেকে
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২০, ১২:৫৪
সোনার নতুন দাম কার্যকর আজ থেকে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্ববাজারে সোনার দর কমেছে। তার প্রভাব দেশের বাজারেও। সর্বশেষ দাম বাড়ার দেড় মাসের মাথায়, ভরি প্রতি সোনার দাম কমলো প্রায় আড়াই হাজার টাকা। ফলে ২২ ক্যারেটের অর্থাৎ ভালো সোনা প্রতি ভরির দাম দাঁড়ালো ৭৩ হাজার ৮৩৩ টাকায়। নতুন এই দাম কার্যকর হচ্ছে আজ বুধবার (২৫ নভেম্বর) থেকে।


বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার (২৪ নভেম্বর)। নতুন দাম অনুযাযী- ২২ ক্যারেট : ৭৩ হাজার ৮৩৩ টাকা, ২১ ক্যারেট : ৭০ হাজার ৬৮৪ টাকা, ১৮ ক্যারেট : ৬১ হাজার ৯৩৬ টাকা ও সনাতন সোনা : ৫১ হাজার ৬১৩ টাকা।


জানা গেছে, বৈশ্বিক স্থবিরতা, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক সোনার বাজারে নজিরবিহীন উত্থান-পতন চলছে। তবে দেশীয় বাজারের মন্দাভাব ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতিকূল পরিস্থিতিতেও সোনার দাম আড়াই হাজার টাকা কমানো হয়েছে।


সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর আগস্ট সোনার দাম ভরিতে সাড়ে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। করোনাকালে কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দর ঊর্ধ্বমুখী। সেই কারণে দেশের বাজারেও দাম বেড়েয়ে দফায় দফায়। অবশ্য হঠাৎ করেই বিশ্ববাজারে দাম কমতে থাকে।


বিবার্তা/এসএ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com