শিরোনাম
পদত্যাগ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি সানাউল
প্রকাশ : ২১ অক্টোবর ২০২০, ১৯:১৪
পদত্যাগ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি সানাউল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান শেয়ার মার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী সানাউল হক ‘ব্যক্তিগত’ কারণে পদত্যাগ করেছেন। বুধবার (২১ অক্টোবর) ডিএসই থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গত ৮ অক্টোবর ডিএসইর চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন সানাউল হক, যা বুধবার পরিচালনা পর্ষদের সভায় গৃহীত হয়।পদত্যাগ গৃহীত হলেও নিয়ম অনুযায়ী তিনি আরো তিন মাস এমডির দায়িত্ব পালন করবেন। ২০২১ সালের ৮ জানুয়ারি তিনি পরবর্তী এমডির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।


উল্লেখ্য, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ডিএসইর এমডি পদে সানাউল হককে ৩ বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বে ছিলেন।


বিবার্তা/আবদাল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com