শিরোনাম
যোগাযোগ উন্নয়নে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দিবে এডিবি
প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ১৮:২৯
যোগাযোগ উন্নয়নে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দিবে এডিবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা-নর্থওয়েস্ট ইন্টারন্যাশনাল ট্রেড করিডোর আধুনিকায়ন বা উন্নয়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা প্রদান করবে।


রবিবার ঢাকায় বাংলাদেশ ও এডিবির মধ্যে এ বিষয়ে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির আবাসিক প্রধান মনমোহন প্রকাশ নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।


রবিবার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগি সংস্থা এডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


চুক্তি মোতাবেক দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা, ঢাকা-নর্থওয়েস্ট করিডর প্রকল্পের আওতায় এডিবির ১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে এই অর্থ পাওয়া যাবে।


মনমোহন প্রকাশ বলেন, বাংলাদেশের সঙ্গে দক্ষিণ এশিয়ার তিন দেশ ভারত, নেপাল ও ভুটানের আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা আরো শক্তিশালীকরণকে অগ্রাধিকার দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর কাজ শেষ হলে পণ্য পরিবহন খরচ, ভ্রমণ সময়, গাড়ির কার্বন নি:সরণ ও দুর্ঘটনা কমে আসবে।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com