
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা জংলি সিনেমার ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়েছে প্রয়োজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার ইউটিউব ও ফেসবুক পেজ। একই সঙ্গে নায়ক সিয়াম, বুবলী, দীঘি ও নির্মাতা এম রাহিমের পেজেও প্রকাশ করা হয় এই টিজার। প্রকাশের মাত্র ২০ ঘণ্টায় টিজারটি ২ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। একই সঙ্গে নানা মহলে প্রশংসিত হচ্ছে টিজারটি।
টিজার প্রকাশের পর থেকেই ঈদের অন্যান্য সিনেমা টিজারের সঙ্গেও উদাহরণ টানছে দর্শকরা। কেউ কেউ ঈদের সিনেমার এ পর্যন্ত প্রকাশিত টিজারগুলোর চেয়ে এগিয়েই রাখছে জংলির টিজারকে।
টিজারে সিয়ামের পরনে লুঙ্গি, চোখেমুখে হিংস্রতা, উষ্কখুষ্ক চুল-দাঁড়ি আর পুরাদস্তুর অ্যাকশন লুক। দেশি মাসালা হিরোরূপে যে সিয়ামকে দেখানো হয়েছে এমন সিয়ামকে এর আগে দেখেনি কেউ!
যদিও এর আগে পোস্টার দেখে অনেকেই জানিয়ে আসছিলেন ছবিটি পুষ্পা কিংবা কবির সিংয়ের আদলে নির্মিত। কিন্তু টিজারে পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকেই যেন এলো জবাব, ‘পুষ্পা? কাবীর সিং? অ্যাহহে! জংলি’!
টিজার দেখে একজন মন্তব্য করেছেন, পুরাই আগুন লাগিয়ে দিলো । আরেকজন লিখেছেন, অসাধারণ। একি দেখলাম সিয়াম ভাই। এই রকম মুভি তো চাই বাংলা ইন্ডাস্ট্রিতে।
টিজারের কমেন্টবক্স ভরে গেছে শীর্ষ নায়ক শাকিব খানের বক্তদের করা কমেন্টে। তারা সবাই জানিয়ে দিচ্ছেন, এই ঈদে বরবাদের পরই জংলি দেখব। আমরা শাকিবিয়ানরা জংলির সাথে আছি।
টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। নির্মাতা বলেন, জংলি বাস্তব ঘটনার প্রতিফলন। আমরা সবাই আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ঈদে এই সিনেমা দর্শকদের মন জয় করবে।
জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]