
সদ্য প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলের দাফন সম্পন্ন হয়েছে।
৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় গাজীপুর সিটি করপোরেশন কবরস্থানে অভিনেতার দাফন সম্পন্ন হয়।
এর আগে দুপুরের পর তার মরদেহ ঢাকা থেকে নিজ বাড়িতে আনা হয়। পরে জয়দেবপুর রাজবাড়ি মাঠে বিকেল ৫ টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়৷
আহমেদ রুবেলের মরদেহ বাড়িতে আনার পর থেকে বন্ধুবান্ধব, স্বজন, প্রতিবেশী ও ভক্তরা ভিড় করেন। তার নামাজে জানাজায় স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ গণ্যমান্য লোকজন অংশগ্রহণ করেন।
৭ ফেব্রুয়ারি, বুধবার পেয়ারার সুবাস সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এসে মাথা ঘুরে পড়ে যান। পরে স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহমেদ রুবেল এই সিনেমায় অভিনয় করেছিলেন।
আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আয়েশ উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তার মাতুলালয়। পৈত্রিক ভিটা চাঁপাইনবাবগঞ্জ হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা। বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।
প্রয়াত সেলিম আল দীনের ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয় যাত্রা শুরু। তার প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]