‘বঙ্গমাতা’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০২:০৫
‘বঙ্গমাতা’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান গভীর এবং বিশাল। শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠাসহ দেশের নানা ক্রান্তিকালে বঙ্গবন্ধুর একান্ত সঙ্গী ছিলেন তাঁর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা। বঙ্গবন্ধু যখন জেলে থাকতেন তখন পরিবার ও দলের নেতাকর্মীদের আগলে রাখতেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা। বঙ্গবন্ধুর আজীবনকালের সঙ্গী হিসেবে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ছিল প্রশংসনীয় ও দক্ষ ভূমিকা। আর সেসবের কিয়দংশ উঠে এসেছে বঙ্গমাতাকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’য়।


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’ নির্মাণ করেছেন গৌতম কৈরি। খোরশেদ বাহারের ‘বঙ্গমাতা ইতিহাসের নিভৃত সৈনিক’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন নাসরীন মুস্তাফা। এতে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনয় শিল্পী ও কলাকুশলীরা।


৭ আগস্ট, সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ৩০ মিনিটব্যাপ্তির এই চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হয়। এর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।


প্রিমিয়ার শো উদ্বোধনকালে সিমিন হোসেন রিমি বলেন, ‘ইতিহাসের যে মহিয়সী নারীকে নিয়ে চলচ্চিত্রটি নির্মিত তাঁকে আমি খুব কাছ থেকে দেখেছি। এটা আমার জীবনের পরম পাওয়া। ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ অংশ তিনি। তাঁর ভূমিকাকে আলাদাভাবে বিশ্লেষণ করা প্রয়োজন।’


কে এম খালিদ বলেন, ‘জাতির পিতা হয়ে উঠবার পেছনে বেগম মুজিবের পরামর্শ, সাহচর্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’


মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘বঙ্গমাতা ও তাঁর পরিবারের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। বাংলাদেশের ইতিহাসকে মূল্যায়ন করলে দেখা যায় বঙ্গবন্ধুর জীবনে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অবদান কী গভীর এবং বিশাল।’


খলিল আহমেদ বলেন, ‘ঐতিহাসিক এই চলচ্চিত্রটি সারাদেশে এবং দেশের বাইরে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com