পাইরেসি ঠেকাতে সুড়ঙ্গ টিম ডিবি কার্যালয়ে
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ১৯:০৪
পাইরেসি ঠেকাতে সুড়ঙ্গ টিম ডিবি কার্যালয়ে
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে। একাধিক সাইটে পুরো সিনেমাটির হলপ্রিন্ট দেখা যাচ্ছে। পাইরেসির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই জঘন্য কাজটি করেছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফি।


বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে রাজধানীর মিন্টু রোডস্থ ডিবি কার্যালয়ে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন রায়হান রাফি, আফরান নিশো, তমা মির্জা ও শাহরিয়ার শাকিল। তবে ‘সুড়ঙ্গ’ টিমের সঙ্গে দেখা গেছে ‘প্রিয়তমা’র প্রযোজক আরশাদ আদনানকেও।


ডিবি প্রধান হারুন অর রশীদ ‘সুড়ঙ্গ’ টিমকে আশ্বস্ত করে বলেন, ‘‘সুড়ঙ্গ’ সিনেমার পাইরেসি রোধের বিষয়ে আইনগত সহায়তার জন্য সিনেমার পরিচালক, প্রযোজক, নায়ক ও নায়িকা দেখা করেন। তাদের অভিযোগ আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি আমরা।’’


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com