
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর বালুমহালগুলোর ইজারা কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়ে মানববন্ধন করেছে খেটে খাওয়া সাধারণ শ্রমিকরা।
বুধবার (১ মে) দুপুরে মহান মে দিবসের অনুষ্ঠান শেষে তারা পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে দাঁড়িয়ে প্লে কার্ড হাতে বিভিন্ন দাবি তুলে ধরে মানববন্ধন করেন।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ,সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন (খোকন সরকার),সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সরদারসহ অনেকে। এতে উপস্থিত ছিলেন বালুশ্রমিক মাজহারুল মিয়া,মো: এখলাস,আবু সাইদ,হজরত আলী,লাল মিয়া সহ শতাধিক বালু শ্রমিক।
মানববন্ধনে শ্রমিকরা বলেন, আমরা সোমেশ্বরী নদীর বালুমহালগুলোতে কাজ করে আমাদের সংসার চালাই। দীর্ঘদিন যাবত বালুমহাল বন্ধ থাকায় বর্তমানে আমরা সংসার চালাতে পারছি না। আমরা অসহায় জীবন যাপন করছি। আমাদের বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। আমাদের দুঃখ দেখার কি কেউ নেই? আমরা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যেন শীঘ্রই বালুমহাল চালুর ব্যবস্থা করেন।
বিবার্তা/পলাশ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]