ইনস্টাগ্রামের আয় থেকে কোটিপতি জান্নাত
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ১৬:৫৯
ইনস্টাগ্রামের আয় থেকে কোটিপতি জান্নাত
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বর্তমানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মধ্যে, ফেসবুক, ইনস্টাগ্রামে, টুইটার অন্যতম। এসব মাধ্যমে ছবি এবং ভিডিও পোস্ট করার মাধ্যমে দৈনন্দিন জীবনের ঝলক ভাগ করে নেন অনেকেই।


কিন্তু বর্তমানে এসব যোগাযোগ মাধ্যমে নিজের ব্যাক্তিগত ছবি, ভিডিও পোস্ট করে আয় করার সুযোগ তৈরি হচ্ছে এবং দিন দিন সেই সুযোগ বাড়ছে। যে কারণে বিনোদন অথবা ক্রীড়াজগতের তারকাদের সমাজমাধ্যমে সক্রিয় থাকতে দেখা যায়। কিন্তু শুধু ইনস্টাগ্রামে নিয়মিত পোস্ট করে কোটিপতি হওয়া সকলের কপালে থাকে না।


তবে সম্প্রতি এমন একজন তারকার খোজ পাওয়া গেছে যিনি শুধু ইনস্টাগ্রামে পোস্ট করে কোটিপতি হয়েছেন। তিনি হচ্ছেন ভারতীয় বিনোদন জগতের উঠতি তারকা জান্নাত। মাত্র ২১ বছর বয়সে সাফল্যের শিখর ছুঁয়ে ফেলেছেন তিনি। ইনস্টাগ্রাম থেকে বিপুল অর্থ রোজগার করে চলেছেন প্রতি দিন। বেড়েই চলেছে তার সম্পত্তির পরিমাণ।


পুরো নাম জান্নাত জুবায়ের রাহমানী। ২০০১ সালে মুম্বাইয়ের মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্ম। লেখাপড়ায় তিনি যথেষ্ট ভালো ছিলেন। মেধাবী জান্নাত অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেছেন সমানতালে। দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৮১ শতাংশ নম্বর পেয়ে পাশ করেন।


নায়িকা হিসেবে জান্নাতের অভিষেক ঘটে কালার্স টিভিতে। জনপ্রিয় ধারাবাহিক ‘তু আশিকি’তে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন। জান্নাতের বিপরীতে কাজ করেছেন ঋত্বিক অরোরা এবং রাহিল আজম।


জান্নাতের যাবতীয় সাফল্য ছোট পর্দায় প্রতিফলিত হলেও বড় পর্দায় তিনি একেবারে ব্রাত্য নন। ২০১৮ সালে বলিউডে কাজের সুযোগ পান তিনি। রানি মূখার্জির ছবি ‘হিচকি’তে এক ছাত্রীর ভূমিকায় তাকে দেখা গিয়েছিল। এছাড়া, বেশ কিছু পাঞ্জাবি এবং হিন্দি ছবিতে কাজ করেছেন জান্নাত।


জনপ্রিয়তার ভিত্তিতে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি রয়েছে জান্নাতের। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, ইনস্টাগ্রামে এক একটি পোস্ট থেকে তিনি প্রায় দেড় লাখ টাকা করে পেয়ে থাকেন। কোনো কোনো পোস্টে আয়ের পরিমাণ আরও বেশি। বর্তমানে তিনি প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তির মালিক। প্রতি মাসে সব মিলিয়ে তার আয় হয় প্রায় ২৫ লাখ টাকা।


অভিনয় নিয়েই মেতে থাকেন জান্নাত। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার জনপ্রিয়তা অনেক। ইনস্টাগ্রামে জান্নাতের অনুরাগীর সংখ্যা ৪ কোটি ৬০ লাখের বেশি। নিয়মিত ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করে বাড়তি রোজগার করেন তিনি।


সূত্র: আনন্দবাজার পত্রিকা


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com