ঢাবি ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৮:২২
ঢাবি ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


রবিবার (১৮ মে) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার থেকে শুরু হয়ে চাকসু ও কলা ঝুপড়ি হয়ে প্রক্টর অফিস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।


এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘বিচারের নামে টালবাহানা বন্ধ কর’ ‘দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্রদল একাট্টা’—ইত্যাদি স্লোগান দেন।


বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এ বিক্ষোভ মিছিল করেছি। জুলাই পরবর্তী সময় থেকেই আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়ে এসেছি।


বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, “ঢাবির মেধাবী ছাত্র সাম্যকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা আমাদের ছাত্র রাজনীতির জন্য কলঙ্ক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই ।”


তিনি বলেন, “এই হত্যাকাণ্ড প্রমাণ করে দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা নিরাপদ না, ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবী জানাচ্ছি। পাশাপাশি দেশের সকল শিক্ষাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সাম্য হত্যার চারদিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনো নির্বিকার। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবো।


এ সময় শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য দেন এবং সাম্যের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। ছাত্রদলের এই বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


বিবার্তা/মহসিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com