
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সম্ভাব্য এক মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কারের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো ‘হাল্ট প্রাইজ’-এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির টিম 'টিম পলিজুট'।
শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের মিলনায়তনে সকাল ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন এবং হাল্ট প্রাইজ চবি অধ্যায়ের উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাব উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান সামাজিক উদ্যোক্তাদের উৎসাহিত করেছেন এবং হাল্ট প্রাইজ কম্পিটিশনের প্রশংসা করেছেন।
উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন বলেন, বিশ্বকে পরিবর্তন করতে পারে টেকসই আইডিয়া। তরুন প্রজন্মের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এমন কার্যক্রম অনেক বেশি বেশি করতে হবে।
ন্যাশনাল রাউন্ডে বিচারক প্যানেলে ছিলেন বিএসআরএম স্টিলস লিমিটেড এর হেড অফ সেলস মোহাম্মদ মেহদি হাসান চৌধুরী, বিকাশ লিমিটেডের ক্লাস্টার হেড(ইস্ট ক্লাস্টার, কমার্শিয়াল) সারোয়ার জাহান সাহিল, এনভিআর স্টুডিও -এর চীফ এক্সিকিউটিভ অফিসার প্রদীপ্ত কুমার সাহা।
মেটলাইফ বাংলাদেশ এর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুস সামাদ হিমেল, কেডিএস গার্মেন্টস ডিভিশন এর চিফ ফাইনান্সিয়াল অফিসার কামরুল হাসান সিদ্দিকী ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ এর এসিস্ট্যান্ট প্রফেসর (স্কুল অফ বিজনেস ডিরেক্টর, গ্রাজুয়েট বিজনেস প্রোগ্রাম ) আসিফ উদ্দিন আহমেদ।
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এর রিজিওন হেড সাইফুজ্জামান সাইফ, টারটেল ভেনচার এর চিফ এক্সিকিউটিভ অফিসার সারাবান তাহুরা, কোকাকোলা সিসিআই বাংলাদেশ এর এইচআর লিড-সেলস এন্ড এনাবেলিং(কর্পোরেট )ফাংশনস ইয়াসিন সোহাগ, বেটারস্টোরিজ লিমিটেড এর চিফ স্টোরিটেলার মিনহাজ আনোয়ার, র্যাঙ্কন এর সিইও(রিয়েল এস্টেট এন্ড সি ফিশিং) তানভীর শাহরিয়ার রিমন এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড -চট্টগ্রাম ফ্যাক্টরি এর ম্যানেজার (এডমিন এন্ড এইচআর) মোঃ জাহাঙ্গীর আলম।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ৪৫ টি বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস চ্যাম্পিয়ন দল অংশ নিয়েছে, যারা ইতোমধ্যে তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী হয়েছে। এ বছর দেশের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩,৫০০ দল প্রাথমিক রাউন্ডে অংশগ্রহণ করে।
ন্যাশনাল রাউন্ড এ দুইটি পর্ব প্রিলি এবং ফাইনাল৷ ফাইনালে ৬ টি দল থেকে ১ টি বিশ্ববিদ্যালয়ের দল চ্যাম্পিয়ন হবে৷ জাতীয় পর্যায়ের বিজয়ী দল আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং সম্ভাব্য এক মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।
চ্যাম্পিয়ন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির টিম পলিজুট দলের সদস্যরা হলেন, কাজি আহমেদ, শাহেদ আনওয়ার ও ফাতেমা নিশাত রিপা।
উল্লেখ্য, হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের সামাজিক সমস্যার উদ্ভাবনী সমাধান উপস্থাপন এবং টেকসই ব্যবসায়িক মডেল নির্মাণে উৎসাহিত করে।
বিবার্তা/মহসিন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]