
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়ায় কর্তৃপক্ষ ‘কালক্ষেপণ’ করছে দাবি করে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ মে) সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের অর্গানাইজিং উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানান, সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের উদ্দেশ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর এবং পূর্বের অধিভুক্তি বাতিলের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন প্রশাসনের চূড়ান্ত অনুমোদন নিয়ে কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করছে। এ পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মসূচি জানাতে শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
রাজধানীর ইডেন মহিলা কলেজের ১ নম্বর গেটে শনিবার (১৭ মে) বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]