
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহিদ মিনার থেকে 'অপ্রীতিকর' অবস্থায় চার বহিরাগতকে আটক করেছে প্রক্টরিয়াল বডি।পরবর্তীতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় অভিভাবক ডাকিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, সকাল সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুল্লাহ-আল মামুন চৌধুরী কেন্দ্রীয় শহিদ মিনারে তাদের অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে প্রক্টর অফিসে নিয়ে আসেন। পরবর্তীতে কোটবাড়ি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ আসলে অভিভাবকদের ডাকা হয়। অভিভাবকদের থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে দুইজন ছেলে এবং দুইজন মেয়ের এসএসসি পরীক্ষার্থী এবং বলরামপুরের বাসিন্দা।
প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাদের কারো ছবি এবং পরিচয় প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, 'মাদক এবং অশালীনতার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে ছিল এবং থাকবে। পাশাপাশি বহিরাগতদের বিষয়ে কঠোর অবস্থানে থাকবে। আশা করি ঈদের পর এমন পরিস্থিতি পুরোপুরি কমে যাবে।'
বিবার্তা/প্রসেনজিত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]