
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সঙ্গে ফুলেল শুভেচছা বিনিময় করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতা-কর্মীরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল তিনটার দিকে অধ্যক্ষের কার্যালয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মিল্লাদ হোসেনের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় পিয়াল হাসান বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিবাচক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রদল। কোনো ধরনের সহিংসতা প্রশ্রয় দেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবে ছাত্রদল।
মিল্লাদ হোসেন বলেন, বিগত সময়ে শত জুলুম নির্যাতন সহ্য করেও শিক্ষার্থীদের পাশে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। আগামীতেও শিক্ষার্থীদের পাশে থাকবেন নেতাকর্মীরা। সেইসঙ্গে নানা ধরনের শিক্ষামূলক কর্মসূচি কার্যক্রম পরিচালনা করবে ছাত্রদল।
বিবার্তা/সাখাওয়াত/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]