কুবিতে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ২ ফেব্রুয়ারি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ২০:১৮
কুবিতে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ২ ফেব্রুয়ারি
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের পর এবার ভর্তি কার্যক্রমের সময়সীমা প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। ভর্তি আবেদন শুরু আগামী ফেব্রুয়ারি এবং পরীক্ষা হবে এপ্রিল মাসে।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) এরপর ৩ মে সকাল ১০টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) এবং একই দিন বিকেল ৩টায় ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।


প্রশাসন জানায়, আগামী ২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত দিন-রাত ২৪ ঘণ্টা, এমনকি ছুটির দিনেও শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য কুবির ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।


এর আগে গত ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১০২তম সিন্ডিকেট সভায় গুচ্ছ ভর্তি পরীক্ষার পদ্ধতি থেকে সরে এসে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিবার্তা/প্রসেনজিত/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com