কাউখালীতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পন্টুনের গ্যাংওয়ে, ফেরি চলাচল বন্ধ
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭
কাউখালীতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পন্টুনের গ্যাংওয়ে, ফেরি চলাচল বন্ধ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীর আমরাজুড়ি ফেরি ঘাটের আশোয়া আমরাজুড়ি প্রান্তে নদী ভাঙনে পন্টুনের গ্যাংওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে।


জানা গেছে, গত শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে আজ (সোমবার) পর্যন্ত এ রুটে ফেরি পারাপার বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।


এতে বরিশাল, ঝালকাঠী, বাগেরহাট, স্বরূপকাঠী, পিরোজপুরসহ এ পথে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।


এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরি ঘাটের মেরামতের কাজ চলছে।


এ দিকে পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমরাজুড়ি ফেরির স্বরুপকাঠি প্রান্তে আকস্মিক নদী ভাঙনের কারণে ফেরীঘাট অ্যাপ্রোচ সড়কের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের লক্ষ্যে অদ্য ২৮ ডিসেম্বর সকাল থেকে বন্ধ রয়েছে আগামী ৩১ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত ওই সড়কের আমড়াঝুরি ফেরীঘাট থেকে ফেরি চলাচল বন্ধ থাকবে।


বিবার্তা/রবিউল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com