আট শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সোনালিকা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:০৮
আট শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সোনালিকা
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ও গাইড ‘সোনালিকা’র আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বাকৃবির বিভিন্ন অনুষদে চান্সপ্রাপ্ত প্রায় আট শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


মঙ্গলবার (৭ জানুয়ারি ) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এসময় শিক্ষার্থীদের উপহার হিসেবে ক্রেস্ট, বই, চাবির রিং ও ওয়ালমেট প্রদান করা হয়। অনুষ্ঠানে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।


অনুষ্ঠানে বাকৃবি প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রহুল আমিন, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহা. ইলিয়াছুর রহমান ভূঁইয়া,মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু জোফার মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সোনালিকার মহাপরিচালক মো. ফখরুল ইসলাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


আমন্ত্রিত অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য এবং ক্যারিয়ার বিষয়ক পরামর্শ প্রদান করেন।


এসময় বাকৃবির প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রহুল আমিন বলেন, ‘বাংলাদেশে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু অভাব আছে সৎ ও চরিত্রবান মানুষের। এর ফলেই দেশের অবস্থা আজ মুমূর্ষু। আমাদের সব কাজেই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে। ব্যর্থতায় ভেঙে পড়লে চলবে না। জীবনে এগিয়ে যেতে হলে বড়দের সম্মান করতে হবে এবং সৎ উপদেশ মেনে চলতে হবে।’


বিবার্তা/আমান উল্লাহ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com