
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এ শিক্ষক সংকটের কারণে ক্লাস নিচ্ছেন উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী। ১৩ নভেম্বর, বুধবার সকালে গণিত বিভাগের নবীন শিক্ষার্থীদের ক্লাস নিতে দেখা যায় তাকে।
শিক্ষার্থীরা জানান, উপাচার্য ড. শওকাত আলী ৪ নভেম্বর থেকে সকাল ৯টায় তাদের ক্লাস নিচ্ছেন। তারা বলেন, ‘প্রথম ক্লাসেই ভিসি স্যারকে পেয়ে আমরা সত্যিই সৌভাগ্যবান। স্যার খুব ভালোভাবে পড়ান, একদমই মনে হয় না যে উপাচার্য আমাদের পড়াচ্ছেন।’
এই বিষয়ে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে। সম্প্রতি দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। শিক্ষার্থীদের যাতে ক্ষতি না হয়, সেজন্যই ক্লাস নিচ্ছি।
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছেন। আমাদের সংকট তাদের তুলনায় বেশি। তাই প্রয়োজনে আমরা অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদেরও ক্লাস নেওয়ার দায়িত্ব দেবো।’
বিবার্তা/সোলাইমান/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]