ঢাবি’র ১০ শিক্ষার্থী পেল ‘দবির- সোহানী-সুরাইয়া ফাউন্ডেশন বৃত্তি’
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৮:২৯
ঢাবি’র ১০ শিক্ষার্থী পেল ‘দবির- সোহানী-সুরাইয়া ফাউন্ডেশন বৃত্তি’
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১০জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে ‘দবির- সোহানী-সুরাইয়া ফাউন্ডেশন বৃত্তি’ প্রদান করা হয়েছে।


১৩ ডিসেম্বর, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক আব্দুল্লাহ ফারুক মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।


বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রাজিয়া বেগম, ‘দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশন’-এর সভাপতি চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব এবং সহ-সভাপতি মো. আতাউর রহমান প্রধান বক্তব্য রাখেন।


উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবান, প্রাক্তন শিক্ষার্থী ও সমাজসেবকদের প্রতি আহ্বান জানান। তিনি সকল অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনার উপর গুরুত্বারোপ করেন।


বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. নূর-এ-আলম সিদ্দিক সাইমন এবং মাহিউল ইসলাম (ম্যানেজমেন্ট), মো. মাহবুব হাসান (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস), আবুবক্কর সিদ্দিক এবং মো. শিবলু হাসান (মার্কেটিং), মো. রাজা মিয়া (ফিন্যান্স), মুহাম্মদ আবু রায়হান (ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স), মো. হাসান (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস), রাহুল বিশ্বাস (ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট) এবং ইলিয়াস তালুকদার (ইন্টারন্যাশনাল বিজনেস)।


উল্লেখ্য, এর আগে, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ এবং ‘দবির- সোহানী-সুরাইয়া ফাউন্ডেশন’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


বিবার্তা/ছাব্বির/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com