নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতিতে আসছে ‘অ্যাপ’
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০১:২৬
নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতিতে আসছে ‘অ্যাপ’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম চালু হয়েছে। প্রায় এক বছর এ কারিকুলাম চলার পর এবার অ্যাপসের মাধ্যমে এই সামষ্টিক মূল্যায়নের তথ্য ও পদ্ধতি সংরক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া অ্যাপসে শিক্ষকদের সামষ্টিক মূল্যায়নের দিকনির্দেশনা দেয়া থাকবে।


বৃহস্পতিবার (২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।


সেখানে বলা হয়েছে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য 'নৈপুণ্য' অ্যাপ ব্যবহারের গাইডলাইন সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঠাতে হবে।


আরও বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী- ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালুকৃত মূল্যায়ন পদ্ধতিতে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে পোর্ট কার্ড প্রস্তুতের জন্য ‘নৈপুণ্য’ নামে একটি অ্যাপ উন্নয়ন করা হয়েছে।


অ্যাপটি আগামী ৪ নভেম্বর সকাল ১০টা থেকে উন্মুক্ত করা হবে। এই নৈপুণ্য অ্যাপটির ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত একটি গাইডলাইন বা নির্দেশনা তৈরি করা হয়েছে।


সব শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বরে মধ্যে 'নৈপুণ্য’ অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।


বিবার্তা/রাসেল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com