শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর আহ্বান
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১৬:০১
শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর আহ্বান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে খাপ-খাওয়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে। তারা যেন চতুর্থ শিল্পবিপ্লবের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেদের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারে। এক্ষেত্রে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’


শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে ইউসিসি গ্রুপ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষ্যে ‘আমার শিক্ষক’ বিষয়ক আলোচনা সভা, এক্সিলেন্স অ্যাওয়ার্ড, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মশিউর রহমান।


দেশের প্রথিতযশা সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘শিক্ষককে আমাদের সমাজে যথাযথ মর্যাদা দিতে হবে। একইসঙ্গে প্রযুক্তি শিক্ষার প্রতি আমাদের গুরুত্ব বাড়াতে হবে। কারণ বর্তমান যুগ প্রযুক্তি এবং বিজ্ঞানের। শিক্ষা, চিকিৎসাসহ নানা ক্ষেত্রে প্রযুক্তি সুবিধা বাড়াতে হবে। এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদান করে বিশ^মানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’


সকল প্রযুক্তির পেছনে মূল শক্তি মানুষের মেধা-মনন উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে আমাদেরও যেমন পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে হবে। আবার একথাও মনে রাখতে হবে বিজ্ঞান এবং প্রযুক্তির পেছনে মূল শক্তি মানুষের মেধা ও মনন। সুতরাং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় মেধা-মনন ও সৃজনশীলতা অপরিহার্য।


এটির বিকাশেও শিক্ষার্থীদের মনোযোগ দিতে হবে। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পারলে পেছনে পরে থাকার ঝুঁকি থাকবে। তাই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শুধু নিজ দেশের তরুণদের সঙ্গে প্রতিযোগিতা করলেই চলবে না, বিশ্বের সমবয়সি তরুণের সঙ্গেও প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। তাহলেই বিশ্বে আত্মমর্যাদাশীল নাগরিক হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।’


আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ড. এম এ হালিম পাটওয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. মো. হারুন-অর-রশিদ, সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ শেখ জুলহাস উদ্দিন, ডিআইআইটির অধ্যক্ষ ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন, শেখ বোরহানুদ্দী পোস্ট গ্র্যাজুয়েট কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহমান, অধ্যক্ষ ড. অগাস্টিন ক্রুজ, প্রফেসর মো. ফয়েজ হোসেনসহ রাজধানীর বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এডুকেশন ওয়াচের সম্পাদক মো. খলিলুর রহমান প্রমুখ। আলোচনা সভায় শ্রদ্ধা-ভালোবাসায় প্রিয় শিক্ষকদের স্মরণ করেন অতিথিবৃন্দ। বিশ্ব শিক্ষক দিবসের এ অনুষ্ঠানে ১৫ জন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান।


এছাড়াও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী সেরা ৩জনকে প্রাইজমানিসহ ২৫ জনকে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।


বিবার্তা/রাসেল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com