ঢাবির চারুকলা অনুষদের ২ প্রফেসর ইমেরিটাসকে সংবর্ধনা প্রদান
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১১:২৩
ঢাবির চারুকলা অনুষদের ২ প্রফেসর ইমেরিটাসকে সংবর্ধনা প্রদান
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি প্রফেসর ইমেরিটাস হিসেবে নিয়োগ পাওয়ায় চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক মু. আবুল হাশেম খান এবং অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক মো. রফিকুন নবীকে অনুষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।


৭ আগস্ট (সোমবার) চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিল্পী অধ্যাপক মু. আবুল হাশেম খান ও অধ্যাপক মো. রফিকুন নবীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান এবং তাঁদের সুস্বাস্থ্য কামনা করেন।


শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও শিল্পকর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে এই দুই বিদগ্ধ পণ্ডিত ভূমিকা রাখবেন এবং নতুন প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোককে শক্তিতে রূপান্তর করে নিরলস পরিশ্রমের মাধ্যমে দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও অনুপ্রেরণা নিয়ে সকল প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে দেশের উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে।


উল্লেখ্য, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন সংবর্ধনাপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপকদ্বয়।


বিবার্তা/সাব্বির/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com