পরীক্ষাভীতি দূর করতে নতুন কারিকুলাম তৈরি করা হয়েছে: শিক্ষামন্ত্রী
প্রকাশ : ১৮ মে ২০২৩, ২৩:১৩
পরীক্ষাভীতি দূর করতে নতুন কারিকুলাম তৈরি করা হয়েছে: শিক্ষামন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানবিক ও অসাম্প্রদায়িক মানুষ গঠনে এবং পরীক্ষাভীতি দূর করতে নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। পরীক্ষা ভীতির বদলে নতুন চিন্তার প্রসার ঘটাতে এই কার্যক্রম করা হয়েছে।


বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


শিক্ষামন্ত্রী বলেন, চলমান মেগা প্রকল্প শেষ হলে শিক্ষায় আগামী দিনের মেগা প্রকল্প হবে। শিক্ষাখাতে মোট বাজেটের ৬ ভাগ দেয়ার তাগিদ রয়েছে।


ডা. দীপু মনি বলেন, শিক্ষায় যদি কারিকুলাম ঠিক না থাকে, তাহলে শুধু বাজেট বৃদ্ধি করে লাভ হয় না। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগের থেকে অনেক স্বচ্ছ এবং পাঠদান আগের থেকে দক্ষ করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আমাদের দক্ষ মানবসম্পদ তৈরি করার জন্য কারিকুলাম তৈরি করতে হবে।


অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, উচ্চ শিক্ষা দেশে খুবই বৈষম্যমূলক। এটার পরিবর্তন করতে হবে।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com