সব মাদরাসায় বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক নিয়ে আলোচনার নির্দেশ
প্রকাশ : ১১ মে ২০২৩, ১৭:০০
সব মাদরাসায় বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক নিয়ে আলোচনার নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি হচ্ছে আগামী ২৩ মে। ১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় জুলিও কুরি পদক। এই পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সব মাদ্রাসায় আলোচনা সভা আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।


বুধবার (১০ মে)‌ অধিদফতরের উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।


এতে বলা হয়েছে, আগামী ২৩ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদা ও উৎসবের আমেজে সব স্তরের মাদ্রাসায় আলোচনা সভা আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


১৯৭২ সালের ১০ অক্টোবর জুলিও কুরি পদকপ্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে বিশ্বশান্তি পরিষদ। আর পরের বছর ২৩ মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র। সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু।’ স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ।


বিবার্তা/রাসেল/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com