জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাইয়ের পূর্ণাঙ্গ কমিটি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ১৮:৫৯
জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাইয়ের পূর্ণাঙ্গ কমিটি
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।


বৃহস্পতিবার (১৬ মার্চ) সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


গত ২৭ জানুয়ারি  অনুষ্ঠিত বিতীয় পুনর্মিলনী ও কাউন্সিল অধিবেশনে ড. আব্দুল্লা আল-মমিন সংগঠনের সভাপতি ও ড. শোভন কুমার কুন্ডু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


কাউন্সিল অধিবেশনে প্রদত্ত ক্ষমতাবলে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ৬৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে।


এতে সহ-সভাপতি পদে আব্দুল মালেক (মাসুদ), শওকত ওসমান লিখন, এনামুল হক হৃদয়, মাহবুবুর রহমান, মুন্সি আব্দুর রাজ্জাক, কামরুল হাসান রাজী, মোঃ সুজাউদ্দৌলা, স্বপন সেন, কানন মৌলিক, মোঃ আবাবিলকে নিযুক্ত করা হয়।


এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ড. মুরাদ আহমেদ, মুহাম্মাদ আল হক ইমরুল হাসান, আব্দুল্লাহ আল মাসুম (রাহাত) মোঃ হারুনর রশিদকে নিযুক্ত হন।


অর্থ সম্পাদক পদে কাজী মোরশেদুল আলম, ও সহ-অর্থ সম্পাদক পদে নাজমুস সাকিবকে নিযুক্ত হয়েছেন।


এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মনিরুজ্জামান লাবু, আবু বকর সিদ্দীক নাজিম, হুমায়ুন কবীর হিমু, শরীফ হাসান চৌধুরী সৌদ, মো: ইমরান-উর-রশিদ এবং স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রণব সরকার  নিযুক্ত হয়েছেন।


নবনির্বাচিত সকল সদস্যের সক্রিয় অংশগ্রহন ও সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন সামনের এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।


বিবার্তা/এহসান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com