UNOPS এর সাথে শিক্ষা উপমন্ত্রীর সাক্ষাৎ
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ১৬:৫৪
UNOPS এর সাথে শিক্ষা উপমন্ত্রীর  সাক্ষাৎ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অবকাঠামো উন্নয়ন, ক্রয় ও ব্যবস্থাপনা বিষয়ক জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান UNOPS এর এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সঞ্জয় মাথুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১৪ মার্চ মঙ্গলবার শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে তার সচিবালয়ের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


সাক্ষাৎকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, সারাদেশে শিক্ষার্থীদের কাছে মানসম্পন্ন শিক্ষণ পৌঁছে দিতে দূর শিক্ষণ কার্যক্রমকে আরো কার্যকর করা হবে।


তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে যাতে পাঠদান আরোও কার্যকর হয়।


এসময় সঞ্জয় মাথুর বলেন, UNOPS বাংলাদেশের শিক্ষা খাতের অবকাঠামোর গুণগত উন্নয়নে কাজ করতে আগ্রহী।


তিনি বলেন, বাংলাদেশ আইসিটি ক্ষেত্রে অনেক অগ্রগতি সাধন করেছে। আইসিটিকে কাজে লাগিয়ে দূর শিক্ষণের মাধ্যমে অধিক সংখ্যক শিক্ষার্থীর কাছে পাঠদান পৌঁছে দেয়া সম্ভব।


সাক্ষাৎকালে সংস্থাটি দেশের শিক্ষায় অবদান রাখতে আগ্রহ প্রকাশ করে।



বিবার্তা/রাসেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com